ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী (১৭-২০ ফেব্রুয়ারি) ৫৫তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মহাপরিচালকরা এতে অংশ নেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফ মহাপরিচালকের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও সীমান্তের ১৫০ গজের ভেতর স্থায়ী স্থাপনা ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধের বিষয়ে আলোচনা হয়। মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান এবং অনুপ্রবেশ বন্ধে আলোচনা করেন বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক।
এই সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফ এর ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।