বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের অর্থ সহায়তা বাতিল করলো আমেরিকা

বাংলাদেশ, ভারতসহ একাধিক দেশের জন্য নির্ধারিত বড় অংকের সহায়তা তহবিল বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্ধারিত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির জন্য ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই), যা ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এই ঘোষণা দিয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন বাজেট কমিয়ে আনার কৌশল হিসেবে ভারত, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করেছে।

ইলন মাস্কের ডিওজিই জানায়, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করতে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি এবং ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের প্রোগ্রাম বাতিল করা হয়েছে।

ইলন মাস্ক জোর দিয়ে বলেন, “বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।” তার মতে, এটি প্রশাসনের পরিকল্পিত বাজেট সংস্কারের অংশ।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে মোজাম্বিক (১০ মিলিয়ন ডলার), কম্বোডিয়া (২.৩ মিলিয়ন ডলার), সার্বিয়া (১৪ মিলিয়ন ডলার), মলদোভা (২২ মিলিয়ন ডলার), নেপাল (৩৯ মিলিয়ন ডলার) এবং মালি (১৪ মিলিয়ন ডলার) অন্তর্ভুক্ত রয়েছে।

এই ঘোষণা মার্কিন প্রশাসনের ডিওজিই দপ্তরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)-এ প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *