আয়নাঘরের মতো কোনো নির্যাতনের ঘর যাতে তৈরি না হয় সেটি নিশ্চিত করতে হবে। গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে— এমন মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের এক্সিবিশনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা গুমের সাথে জড়িত তাদের বিচার করা হবে। কোনো সরকারকে টিকিয়ে রাখতে যাতে আয়নাঘর তৈরি করা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সকলের মিলিত চেষ্টায় দোষীদের খুঁজে বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গুম হওয়া ব্যক্তিদের ফেরানো না গেলেও তাদের খবরগুলো বের করতে হবে। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।