২০২৪ সালে গাজ্জায় ৮১৫টি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেই সঙ্গে ১৫১টি মসজিদ আংশিক ভেঙে দিয়েছে অবৈধ রাষ্ট্রটির সেনারা। এছাড়া গাজ্জা সিটির তিনটি গির্জাও ধ্বংস করেছে তারা।
রোববার (৫ জানুয়ারি) ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু মসজিদই নয় ১৯টি কবরস্থান ধ্বংস করেছে ইসরাইল। সেই সঙ্গে কবর ভেঙে লাশও তোলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে মসজিদের পবিত্র স্থানে ইসরাইলি ইহুদিরা ২৫৬ বার অনুপ্রবেশ করেছে। মজিদের পবিত্রতা অমান্য করে ইহুদিরা ধর্মীয় অনুশীলনও করেছে।
ফিলিস্তিনের মন্ত্রণালয় মসজিদে হামলার নিন্দা জানিয়ে বলেছে, চরমপন্থী বসতি স্থাপনকারী গ্রুপগুলোকে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো ও অপবিত্র করার অনুমতি দিয়েছে ইসরাইল সরকার।