গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোন মানে হয় না : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বলেছেন, এদেশের ভবিষ্যত হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘নগর সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বস্তি, ফুটপাত আর খোলা আকাশের নিচে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হবে না। শিশুকে কাঁদে করে মায়েদের ভিক্ষা করতে হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে শাসকগণ মানুষের প্রকৃত দু:খ-দুর্দশা লাঘবে ঘরে ঘরে গিয়ে তাদের খাবার পৌঁছে দিবেন, তাদের সমস্যার সমাধান করবেন।

তিনি বলেন, ইসলাম পূর্ব যুগে মানুষের কোন অধিকারই ছিল না। ধর্মের স্বাধীনতা ছিল না। ইসলাম পূর্ব আরবের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। হযরত মুহাম্মদ সা. ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরায় মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। মানুষ বুঝতে পেরেছিল ইসলামই একমাত্র মুক্তির ঠিকানা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংষ্কার বেশি জরুরি। সংষ্কার শেষ করে পেশি শক্তি ও কালো টাকা মুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

ফয়জুল করীম বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোন মানে হয় না।

শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত প্রধানিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নগর দক্ষিণ সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, শ্রমিকনেতা শাহাদাত হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, ডা. মজিবুর রহমান, মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া, মাওলানা আলআমিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *