উপদেষ্টা মাহফুজের বক্তব্যে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি : বাংলাদেশ খেলাফত যুব মজলিস

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখার প্রতিবাদ করায় প্রকাশক শতাব্দী ভব কর্তৃক “জয় বাংলা” স্লোগান দিয়ে তৌহিদী জনতার উপর ন্যাক্কারজনক হামলা ও উপদেষ্টা মাহফুজের একপেশে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

নেতারা বলেন, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এমন কিছু বই লিখেছে যা শুধুমাত্র ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বরং সামাজিক ও দেশের সংস্কৃতির সাথেও সাংঘর্ষিক। ফলে, তার একাধিক বই ইতিপূর্বে নিষিদ্ধ হয়েছে এবং তাকেও বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। বিতাড়িত হওয়ার পর থেকেই সে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং বহির্বিশ্বে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে।

শিক্ষার্থীদের গায়ে হাত তুলা নিয়ে নেতারা বলেন, প্রকাশক শতাব্দী ভব নিষিদ্ধ বই রাখা সম্পর্কে সদুত্তর না দিয়ে তৌহিদী জনতাকে মৌলবাদী বলে আখ্যায়িত করেন এবং জয় বাংলার স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, প্রকাশক আওয়ামী লীগের পক্ষে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এসময় তারা শতাব্দী ভবের শাস্তি ও গ্রেপ্তার দাবি করেন।

নেতারা বলেন, মূল ঘটনা যাচাই না করেই নবীপ্রেমিক তৌহিদি জনতার উপর দোষ চাপিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য জুলাই আন্দোলনের স্প্রিটের পরিপন্থী। ১৫ বছর দাড়ি-টুপি ও ইসলামী পোশাক পরিধানকারীরা দেশে ফ্যাসিবাদী আওয়ামীলীগের বৈষম্যের শিকার ছিল। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে কাধে কাধ মিলিয়ে তারাও আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন। স্বাধীনতার পর উপদেষ্টা মাহফুজের এমন বক্তব্য পুরোনো সেই বৈষম্যকেই ফিরিয়ে এনেছে। এমনিভাবে হুমকিসুলভ তার বক্তব্যে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি শুনা যাচ্ছে। অবিলম্বে তাকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।

নেতারা আরও বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তসলিমা নাসরিনের বই বিক্রি করে বইমেলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সব্যসাচীর প্রকাশকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাংলা একাডেমির যে সমস্ত কর্মকর্তা বিশৃঙ্খলা করার সুযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা সিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *