ইসলামপন্থি দলগুলোর রাজনৈতিক ঐক্য জরুরি : মাহমুদুর রহমান

ইসলামি শরিয়ার বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলামপন্থি দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল আমার দেশ কার্যালয়ে কনফারেন্স রুমে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমার দেশ একমাত্র রাষ্ট্র ও পাঠকের কাছে দায়বদ্ধ। ফলে আমার দেশ সব দলমতের ঊর্ধ্বে থেকে সঠিক ও সত্য সংবাদ প্রকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমার দেশ পত্রিকার প্রতি জনগণের যে প্রত্যাশা, তা আকাশচুম্বী। আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বিগত ১৫ বছরে আমার দেশ ও এর সম্পাদকের বিভিন্ন ত্যাগ ও সাহসী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জাতির ক্রান্তিলগ্নে আমার দেশ জাতিকে আলোর পথ দেখিয়েছে এবং সাহস জুগিয়েছে। জাতির পক্ষে সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করতে গিয়ে সম্পাদক মাহমুদুর রহমান যে ধরনের জুলুমের শিকার হয়েছেন, তার এই ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এর উদ্দেশ্য ছিল আরও দীর্ঘসময় ফ্যাসিবাদী শাসন চালু রাখা। কিন্তু মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক সাহসী মানুষের অনুপ্রেরণায় তরুণ প্রজন্মের কঠোর প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ সময় সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে যাওয়ার ঘটনাই প্রমাণ করে ফ্যাসিবাদ কতটা বিস্তার লাভ করেছিল।

মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী নেতা মো. জহিরুল ইসলাম প্রমুখ।

সূত্র : আমার দেশ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *