বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। রাত ১১টার পর বাড়িটির সামনে আনা হয় বুলডোজার, এরপরই ভাঙ্গার কাজ শুরু হয়।

ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শত শত মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটে ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে।

শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বিকেলের দিকে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।” অপর এক পোস্টে তিনি বলেন, “ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনি হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

বিক্ষুব্ধ জনতার অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, আর স্লোগানে মুখরিত হয় ধানমন্ডি ৩২ নম্বরের চতুর্দিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *