বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত আল আমিন ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা হয়। এ বিষয়ে জবাবদিহিতা চাইতে কার্যালয়ে এলে তখন তারা আমাদেরকে প্রতিহত করতে নাইম নামের একজন লোককে পাঠায়। সে এসে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো ট্যাগ দেয়। তখন আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকক্ষণ পর আমরা পরিবেশ শান্ত করি। এরপর রিফাত রশিদ, আসাদ বিন রনি, আনাফ, হৃদয়সহ যারা সমন্বয়ক আছেন, তারা আসেন। এসে আমাদের কথা শোনার সময় তারা চার্জ করতেছিল, তাদের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা করে গতকালকের হামলাকারীরা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *