নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠি শহরে রিপন মল্লিক (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ১২টার দিকে কৃষ্ণকাঠি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মল্লিক কৃষ্ণকাঠি এলাকায় বাসিন্দা এবং তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
ঝালকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফিন জানান, খবর পেয়ে ওসিসহ আরও অনেক কর্মকর্তা ঘটনাস্থলে আছেন। এবং রিপন মল্লিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।’