গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে বিরোধিতা করা হয়েছে রাফাহ’য় ইসরায়েলের স্থল অভিযানেরও। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ঐ খসড়ায় শিগগিরই গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি, জিম্মি মুক্তি ও গাজায় মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব বাধা তুলে নেয়ার কথাও রয়েছে খসড়াটিতে।
উল্লেখিত খসড়া প্রস্তাটিতে রাফায় স্থল অভিযান না চালাতে ইসরায়েলকেও করা হয়েছে সতর্ক। এর আগে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ করে পরিষদের বর্তমান আরব সদস্য আলজেরিয়া।