রাজধানীর মিরপুর থেকে আট বছরের ঐশ্বর্য আর আড়াই বছরের ঐশ্বরী সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসেছে মা-বাবার সঙ্গে। দুজনই বাংলাদেশের পতাকা আঁকা পোশাক পরেছে, হাতেও জাতীয় পতাকা। মা-বাবার পরনেও লাল-সবুজের পোশাক। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে ছবি তুলছিল পরিবারটি।
ঐশ্বর্য-ঐশ্বরীর বাবা রামকৃষ্ণ সাধু প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই বাচ্চাদের নিয়ে স্মৃতিসৌধে আসি। যে কষ্টের মাধ্যমে এই দেশ আমরা পেয়েছি, তা যেন পরবর্তী প্রজন্মও বুঝতে পারে।’
মহান বিজয় দিবসে এই পরিবারের মতো হাজারো মানুষ আজ শনিবার সকাল থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসছে। পরাধীনতা ঘোচাতে জাতির যে বীর সন্তানেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি স্মৃতিসৌধে ফুল দিয়ে, নীরবতা পালন করে তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।