বেলা গড়ানোর সাথে সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে, এমন আশা ব্যবসায়ীদের। তারা বলছেন, শুক্রবার (২৬ জানুয়ারি) সপ্তাহিক ছুটির দিন। বিকেল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়বে।
যদিও সকাল থেকেই আসতে শুরু করেছেন অনেকে। তবে ক্রেতার চেয়ে এখনও দর্শনার্থীদের সংখ্যা আনুপাতিক হারে বেশি। আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির বেঁধে দেয়া সময়ের মধ্যে গতকাল স্টল ও প্যাভিলিয়নের সাজসজ্জার কাজ শেষ হয়েছে। পণ্যের মান সম্পর্কে ক্রেতাদের কাছে নানা তথ্য তুলে ধরছেন বিক্রয় কর্মীরা।
এদিকে ক্রেতারা যাথে কোনভাবেই প্রতারিত না হয়, সে জন্য তদারকি বাড়িয়েছে, ভোক্তা অধিকার। অস্থায়ীভাবে তৈরি করা অফিসে নিয়মিত বসছেন কর্মকর্তারাও।