পাকিস্তানের পৃথক দুটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৪ জন। নিহতদের মধ্যে ছিলেন ছয়জন নারী ও শিশু। আজ রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাখরান উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয় একটি বাস।
ধর্মীয় অনু্ষ্ঠানে অংশ নেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন বাসযাত্রীরা। এই দুর্ঘটনায় নিহত হন অন্তত ১২ জন। উত্তর-পশ্চিমাঞ্চলের কাহাতুয়া এলাকায় ঘটে অপর দুর্ঘটনা। বাস খাদে পড়ে নিহত হয় অন্তত ২২ যাত্রী।
উদ্ধারকর্মীরা জানান, নিহত সকলের মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ দুটি দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৯।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও।