সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীদের সাজা দেয়া হয়েছে। রাজনৈতিক কারণে নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব নির্বাচন নিয়ে ভুল তথ্যের ভিত্তিতে কথা বলেছেন। আমি তার সাথে কথা বলবো।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয় অনেক অগ্রগতি সাধন করেছে। করোনাকালে বিচারব্যবস্থার স্থবিরতা ভার্চুয়াল আদালতের মাধ্যমে কমানো হয়েছে। মামলাজট কমাতে সঠিক পথে এগোনো হচ্ছে।
সাক্ষ্যআইন সংশোধন, নির্বাচন কমিশন আইনসহ অনেক আইন করা হয়েছে যা ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও জানান আনিসুল হক। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে।
মন্ত্রী বলেন, নির্বাচকালীন সময়ে সহিংসতা প্রায় ছিলই না। যা ছিল তা খুবই সামান্য, বড় কোনো ঘটনা ঘটেনি।