অস্ত্র তৈরির পাশাপাশি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর জন্য ‘আইটি ও ক্লাউড’ পরিষেবা প্রদানের মাধ্যমে গাজ্জা গণহত্যায় ইসরাইলকে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে ভারতের টাটা গ্রুপের বিরুদ্ধে।
চলতি সপ্তাহে নিউইয়র্ক ভিত্তিক দক্ষিণ এশীয় সংগঠন ‘সালাম’ এমন অভিযোগ জানায়।
সালামের অভিযোগ, “টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) সংস্থা সরাইলে গণহত্যা ও বর্ণবাদী শাসনকে সক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এক এক্স বার্তায় সংগঠনটি জানিয়েছে, “ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখছে টিসিএস এ কারণেই আমরা টাটার সঙ্গে নিউইয়র্ক রোড রানার্সকে সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি।”
এদিকে, টাটার এমন অভিযোগের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে আমেরিকার একদল প্রবাসী সমাজকর্মী। গত শনিবার আমেরিকায় টাটা গ্রুপ ও নিউইয়র্ক রোড রানার্স যৌথ উদ্যোগে ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হয়। তবে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই, ‘টাটা বাই বাই’ নামে আন্দোলন শুরু করে সমাজকর্মীরা।