মির্জাগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে ‘ইসলামিক সোসাইটি অফ মির্জাগঞ্জ‘ এর উদ্যোগে কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, আজান ও সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩০ সেপ্টেম্বর ও ১লা অক্টোবর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসা হলরুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ছিলেন সংগঠনের উপদেষ্টা মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সাংবাদিক মোঃ নুরুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মাওলানা আবু সালেহ মুহাম্মদ খয়রুল্লাহ। অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদখালী দারসসুন্নাত ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর হোসাইন ফরাজীসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের প্রচার সম্পাদক মোঃ আঃ গফফার রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ। রাসুল (সাঃ)এর জীবনাদর্শ, শিক্ষা ও মানবকল্যাণমূলক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

উপস্থিত বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও শিক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জনগণকে ইসলাম ও নবীজির আদর্শ অনুসরণে উৎসাহিত করার লক্ষ্যে আজকের এই মহতি কর্মসূচির আয়োজন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *