স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে ‘ইসলামিক সোসাইটি অফ মির্জাগঞ্জ‘ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে কোরআন তেলাওয়াত, হামদ-না’ত ও সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা।
আগামী ৩০ সেপ্টেম্বর ও ১লা অক্টোবর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসা হলরুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তারিকুল ইসলাম।
অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগ্রহীকে অবশ্যই মির্জাগঞ্জ উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে।
বক্তৃতা প্রতিযোগিতায় নিদির্ষ্ট বিষয়ের ওপর ৫-৬ মিনিটের আলোচনা প্রস্তুত করে আসতে হবে। সর্বোপরি বিচারকের সিন্তান্ত মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও শিক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। জনগণকে ইসলাম ও নবীজির আদর্শ অনুসরণে উৎসাহিত করাই হবে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
পরিশেষে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।




