ভুয়া দলিলের মাধ্যমে ৩০ কোটি টাকার খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, কুয়াকাটার রেস্তোরাঁ ব্যবসায়ী গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধিঃ জাল কাগজপত্রে ৩০ কোটি টাকার খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, কুয়াকাটার রেস্তোরাঁ ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীর কলাপাড়ায ভুয়া দলিলের মাধ্যমে কুয়াকাটার দুই একর খাস জমির নামজারি করাতে গিয়ে গ্রেফতার হলেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর মহল্লার আলমগীর হাওলাদার(৪৫)।তাকে আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া ভূমি অফিস থেকে পাকড়াও করে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা দাখিল করেছেন। আলমগীর হাওলাদার বর্তমানে থানা হাজতে রয়েছে।

স্থানীয়রা জানান ওই জমির মূল্য অন্তত ৩০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২০ সালের পহেলা অক্টোবরের নির্দেশনায় আশ্রয়ন-২ প্রকল্পের স্মারকে মুজিববর্ষের ২ শতক খাস জমি বন্দোবস্ত দেওয়ার কাগজপত্রের রেফারেন্সে এ ভুয়া কাগজপত্র তৈরি করা হয়। আলমগীর হোসেন কুয়াকাটার একজন প্রভাবশালী রেস্তোরা মালিক।

মামলার বিবরনে বলা হয়েছে, আসামি আলমগীর হাওলাদার ২২১৬/২০২৫-২৬ নামজারি কেসে একটি আবেদন করেন। যেখানে কুয়াকাটা মৌজার এক নং খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ দাগের দুই একর জমি জালিযাতির মাধ্যমে দলিল তৈরি করে নামজারি করাতে আসেন। বিষয়টি সহকারী কমিনার (ভূমি) ইয়াসীন সাদেককের দৃষ্টিগোচর হলে তিনি তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেন। ওই জমি প্রাপ্তির যে কেস দেখানে হয়েছে (২৮ খে/৮৭-৮৮) তার কোন অস্তিত্ব এই অফিসে নেই। ধৃত আলমগীর হোসেন কুয়াকাটার নবীনপুরের মৃত আব্দুল খালেকের ছেলে। ইতোপূর্বে ওই কেসের সৃজিত দলিলপত্র দুর্নীতি দমন কমিশন দুদক জব্দ করেছে।

সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসীন সাদেক আরো জানান, এই ব্যক্তি ভূমি জালিয়াত চক্রের হোতা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, আলমগীর হাওলাদরের বিরুদ্ধে মামলা হচ্ছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *