পটুয়াখালী-১, সদর, মির্জাগঞ্জ ও দুমকী আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় মিছিল করেছে সমর্থকেরা। ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন সমর্থকেরা।
এসময় জনাব আলতাফ হোসেন চৌধুরীর কর্মী-সমর্থকেরা বলেন, যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে দল এই আসন সুনিশ্চিত করেছে। সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানায় তারা।
উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




