কলাপাড়ায় গভীর রাতে শিক্ষকের বাসায় ডাকাতি নগদ টাক ও স্বর্ণলংকার লুট

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে হাতপা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।
ঘটনাটি ঘটে রবিবার (১৩ জুলাই)  দিবাগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সুনান কাজী জানান, রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আনুমানিক ২.১৫ মিনিটের দিকে ডাকাত চক্র বাসায় প্রবেশ করে কিছু বুঝেওঠার আগেই আমার পরিবারের সবাইকে হাত পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে বাসায় থাকা নগদ ৫০ হাজার টাকা এবং ১৪ ভরি স্বর্ণ ও একটি মোবাইল সেট নিয়ে যায়।  বাসায় এমন কিছু নেই যে ডাকাত চক্র খোঁজেনি সকল আসবাবপত্র এলোমেলো করে চলে যায়।

পরে কৌশলে হাত পা খুলে বিষয়টি প্রশাসনকে অবগত করি। রাতেই কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং সকালে পটুয়াখালী থেকে ডিবি, পিবিআইসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আলামত জব্দ করেন।

এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো.  জুয়েল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আলামত সংগ্রহের জন্য ডিবি, পিবিআই সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন।ডাকাতির ঘটনায় কলাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *