রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিক্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে সরকারের সম্মতি জানিয়ে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৬ ব্যাংকের পরিচালনা পর্ষদকে দেয়া চিঠিতে এমডিদের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সম্মতির কথা জানানো হয়েছে। এখন পর্ষদ এমডির নিয়োগ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান ও বিডিবিএলের এমডি হাবিবুর রহমান গাজীর চুক্তি বাতিল করবে পরিচালনা পর্ষদ।