ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

শিল্পের নতুন দিগন্ত উন্মোচনে ‘নতুন উদ্যমে শিল্পের যাত্রা’ শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ এই আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।

আয়োজকরা জানান– প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক ও কানাডাসহ সাতটি দেশের প্রায় ১শ’ জন খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে। সেখানে পেইন্টিং, প্রিন্টমেকিং, ক্যালিগ্রাফি, রিকশা পেইন্টিং, মিনিয়েচার আর্ট ও ভাস্কর্যের নানা শিল্পকর্ম প্রদর্শিত হবে।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *