রাজধানীর খিলগাঁও তালতলায় গত রাতে গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত ১০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গিয়ে দেখা যায়, ওয়ার্কশপ মালিকরা আগুনে সব হারিয়ে আহাজারি করছেন।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই চেষ্টায় গত রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের স-মিলে। আগুনে বহু কাঠও পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলোও পুড়ে গেছে। কীভাবে এতোবড় দুর্ঘটনা হলো – সে প্রশ্ন সবার মুখে মুখে।