জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন মানবে না বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার। তিনি (মুহাম্মদ ইউনূস) বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে কাজ করছেন।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে, সন্ধ্যা ৬টা ৩ মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেখানে যান। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের প্রত্যাশা রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হবে। আমরা আশা করছি, এ ব্যাপারে সরকার দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবে।

তিনি বলেছেন, গত ১৫-১৬ বছরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের হয়রানি করা হয়েছে, সেগুলো প্রত্যাহারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারাও (সরকার) একমত হয়েছেন।

দ্রব্যমূল্যের বিষয়ে বৈঠকে জোরালো কথা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদেরকে জানিয়েছি, এ সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা বলেছেন যে, এ নিয়ে কাজ করছে সরকার। দ্রুত সমাধানের চেষ্টা করবে বলে জানিয়েছে।

বৈঠকে আইনশৃঙ্খলা নিয়েও কথা হয়েছে বিএনপির প্রতিনিধি দলের। এ নিয়ে দলের মহাসচিব সাংবাদিকদের বলেন, এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, অতীতের মতো কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয় তা বলেছি। কোনো নির্দোষ বা নিরাপরাধ ব্যক্তি যেন এই অভিযানের শিকার না হন।

মির্জা ফখরুল বলেছেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না। ফ্যাসিবদকে কথা বলার সুযোগ করে দিয়েছে।

এদিকে, আজ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না? তিনি স্পষ্ট জানিয়ে দেন, কথা হয়নি। জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন মানবে না তার দল বিএনপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *