একুশে বইমেলার ডাস্টবিনে হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি

একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে ছাত্র-জনতার গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। হাসিনার প্রতি ঘৃণা জানিয়ে মানুষের ময়লা ফেলার অসংখ্য ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (১ ফেব্রুয়ারি) অমুর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে উৎসুক দর্শনার্থীদের ঘৃণাভরে ময়লা ফেলতে দেখা যায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাস্টবিনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট লিখেছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।

সাদিকুর রহমান খান ছবি শেয়ার করে লিখেছেন, একুশে বইমেলাতে খুনি হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানো হয়েছে। সারা দেশে কাজটা করা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত, ওদের সারাদেশের কমিটির মাধ্যমে এমন ডাস্টবিন প্রতিটা শহর, নগর আর মফস্বলে পৌঁছে দেওয়া। সবকিছু ঢাকা কেন্দ্রিক হলে তো সমস্যা। হাসিনার মুখে ময়লা ফেলার সুখ শুধু ঢাকার মানুষ পাবে, ঢাকার বাইরের মানুষ পাবে না, এতো ভারী অন্যায়!!

মোঃ মেহেদি গোফরান লিখেছেন, বই মেলায় যাঁরা আসেন তাদের ম্যাক্সিমাম অংশ হচ্ছে পাঠক শ্রেনী। বইমেলার পরিবেশ সংরক্ষণে আপনাদের দায় অনেকাংশ জুড়ে। সুতরাং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায়/ ডাস্টবিনে ফেলুন।স্বৈরাচার বিরোধী ঐক্য সমুন্নত রাখুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *