পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সুবিদখালী দারুচ্ছুন্নাত মসজিদের সাবেক ঈমাম ও সুবিদখালী দারুচ্ছুন্নাত ইয়াতিমখানার সাবেক সেক্রেটারি এবং মির্জাগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহর কোষাধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান (ছোট হুজুর) গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় বরিশাল শেবাচিম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ নাতি নাতনি রেখে গেছেন।
এদিকে ছোট হুজুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার ছাত্র, ভক্ত এবং পীর ভাইদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সন্ধার পর থেকেই বিভিন্ন স্থান থেকে শোকাহত লোকজন তার বাড়িতে জড়ো হতে শুরু করে।
মরহুমের বড় ছেলে সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদে খায়রুল্লাহর সাথে কথা বলে জানা গেছে,আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে হুজুরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মাওলানা আবু সালেহ সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
মাওলানা খলিলুর রহমানকে হারিয়ে শোকে মুহ্যমান তার স্বজন ও মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ।
ছোট হুজুর খ্যাত মাওলানা খলিলুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মরহুমের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হুজুরের ছাত্র, ভক্ত এবং পীর ভাইসহ ধর্মপ্রাণ মানুষ।
নেটিজেনরা মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকার্ত পরিবার পরিজন যেন ধৈর্য ধারণ করতে পারেন সেজন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।