মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এ দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সকাল আটটায় হাসপাতাল সড়কে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তপক অর্পণ করেন। এরপর উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়মেলার উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী,জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ গোলদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।