আসাদের পতনের পর সিরিয়াতে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে পালানোর পর দেশটিতে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত আড়াই শ’য়ের বেশি টার্গেটে অভিযান চালিয়েছে আইডিএফ। খবর রয়টার্স।

দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে সিরিয়ায়। সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে। আসাদ সেনাদের ঘাঁটি ছিল মূল টার্গেট। ধ্বংস করা হয়েছে বহু ফাইটার জেট, সারফের টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম, অস্ত্র তৈরির কারখানা ও গুদাম। লাতাকিয়া বন্দরেও হয়েছে হামলা।

মূলত বিদ্রোহীদের অভিযানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর থেকেই সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি অগ্রসর হয়েছে গোলান মালভূমিতেও।

উল্লেখ্য, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আসাদ পরিবার। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ২০০০ সালে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন বাশার আল আসাদ। রোববার সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। এতে সিরিয়াতে আসাদ পরিবারের অর্ধশতকের রাজত্বের অবসান হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *