ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে তৈরি পোশাক রফতানি কমেছে

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কমেছে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি। জানুয়ারি-সেপ্টেম্বর- এই নয় মাসে রফতানি কমার পরিমাণ ২ দশমিক শূন্য ২ শতাংশ। অর্থাৎ এই সময়ে মোট রফতানির পরিমাণ ৬৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৬৯ দশমিক ৮১ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি’র তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চীনে বাংলাদেশি পোশাক আমদানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। তুরস্কে ৬ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পেয়ে রফতানির পরিমাণ ৭ দশমিক ৬০ বিলিয়ন ডলার। ইন্দোনেশিয়ায় রফতানি কমে হয়েছে ৭৬৫ মিলিয়ন ডলার।

তবে ইইউভুক্ত দেশগুলোতে কম্বোডিয়ার রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। নয় মাসে দেশটির রফতানি বেড়েছে ১৫ দশমিক ৯৫ শতাংশ। রফতানির পরিমাণ ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। বেড়েছে পাকিস্তান, মরক্কোসহ বেশ কয়েকটি দেশের।

উদ্যোক্তারা বলছেন, চাহিদার সংকোচনের কারণে রফতানি কমেছে। বিশ্বের বিভিন্ন দেশ রফতানির ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *