বিএনপি ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বলে দাবি করেছেন পররাষ্টমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, বিডিআর বিদ্রোহ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার সরকারি বাসভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্টমন্ত্রী। এর আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আওয়ামী লীগ জড়িত। তার এ অভিযোগে বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ উল্টো দাবি করেন, বিএনপিই এ ঘটনা ঘটিয়েছে।
২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ফলাফল স্মরণ করিয়ে রুহুল কবির রিজভীর উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম বিপুল রায় পাওয়ার পর কেন দেশে অস্থিতিশীলতা করবে সরকার?
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির দুর্নীতির কারণে পরপর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন নানা কথা বলে সেই অপকর্ম ঢাকার চেষ্টা করছে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হওয়ায় বিএনপি খেই হারিয়ে ফেলেছে। অস্তিত্ব বাচাতে দলটি সরকারকে কর্তৃত্ববাদী বলাসহ নানা বিভ্রান্তিকর অভিযোগ তুলছে।
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন উচ্চতা নির্মানের পথে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, দেশটির সাথে কোনো সামরিক চুক্তি হচ্ছে না। ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ আমলে নেয়ার মতো কিছু না।