fakrul

১০ মামলায় ফখরুলের জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন গ্রহণ করে তা শুনানি করতে ঢাকার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এসব মামলায় তার জমিন আবেদন নিষ্পত্তি না করা, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।

এর আগে গত বৃহস্পতিবার পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা হাইকোর্টে রিট করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *