সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। জানান, কোনো ব্যক্তিকে কোনো ধরণের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি পুলিশ সুপার ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি এ ধরণের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
পুলিশ সদর দফতরের এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।