জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার শাসনামল ছিলো হিটলারের শাসনামলের মতো।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার বিরুদ্ধে আইসিটি মামলা ও গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছিল, যা একটি প্রভাবশালী দূতাবাসের কাছ থেকে আমি জানতে পারি। তিনি যোগ করেন, দেশের জুডিশিয়ারিকে বাঁচাতে পারলে দেশকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচানো যেতো।
সুপ্রিম কোর্ট বারসহ সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সুপ্রিম কোর্ট বারকে সবক্ষেত্রে স্বাধীন করতে হবে। রাজনীতি বাইরে রেখে সুপ্রিম কোর্ট বারকে সকল ধরনের প্রভাবমুক্ত রাখতে হবে, যাতে আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।