রাজনীতিবিদদের মাধ্যমেই সংস্কার করতে হবে : তারেক রহমান

ভোট যত দেরি হবে, তত বেশি ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরাসরি প্রতিনিধি দেশ পরিচালনার দ্বায়িত্বে না আসবে, ততক্ষণ কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আহত ফটোসাংবাদিক ও পরিবারের সাথে মতবিনিময়ে ভার্চুায়ালি যুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, সংস্কার সফল করার জন্য এমন মানুষের দরকার, যারা সরাসরি জনগনের সাথে সম্পৃক্ত। রাজনীতিবিদদের মাধ্যমেই সংস্কার করতে হবে বলে মন্তব্য তার।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির মতো অন্যান দলকেও জনগণের সামনে নিজেদের পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান তিনি। বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণ সিদ্ধান্ত নেবে তারা দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে। এই বিষয়টিতে যত দেরি হবে তত সমস্যা বাড়বে বৈ কমবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। আর এটা রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *