পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনিদে উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। বিশেষ করে, সম্প্রতি যারা ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তাদের এ বছর মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। এ সিদ্ধান্ত মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।
ইসরাইল সরকার ঘোষণা অনুযায়ী শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মসজিদে যেতে নিষেধ করা হয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরাইল আল-আকসার চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেবে। মসজিদ ও পূর্ব জেরুজালেমের রাস্তাগুলোতে অতিরিক্ত চেকপয়েন্ট বসানো হবে, যেখানে প্রতিদিন প্রায় তিন হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া, পশ্চিমতীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনিরা বরাবরের মতোই এ ধরনের নিষেধাজ্ঞাকে অন্যায় বলে মনে করছে। তাদের মতে, এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। এর আগেও তরুণ ফিলিস্তিনিদের মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে, তবে অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ আদায় করতে যান। এ বছরও একই রকম চিত্র দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।