মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশি নাগরিকসহ ১১৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি নির্মাণাধীন ভবনে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১৮০ জন অভিবাসীর কাগজপত্র যাচাইবাছাই করা হয়। এ সময় অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আটকদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২ জন নারী, ১১ জন চীনা, ৯ জন পাকিস্তানি, ৫ জন ভারতীয়, ২ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। বর্তমানে আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *