স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেশটির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ডক্টরস সোসাইটি আয়োজিত ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শীর্ষক সভায় এ প্রতিবাদ জানান তিনি।
সেসময় রিজভী ব্যাগ থেকে একটি লাল শাড়ি বের করে বলেন, ‘এটি ভারতীয় শাড়ি। এটি আমার স্ত্রীর এবং তিনি নিজেই আমাকে দিয়েছেন। আজ আমি এই শাড়িটি আপনাদের সামনে ছুঁড়ে দিচ্ছি।’
এরপর তিনি ওই শাড়িটি মঞ্চের সামনের রাস্তায় ফেলে দেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘এটা পুড়িয়ে দাও, আগুন ধরিয়ে দাও।’
কর্মীরা তার নির্দেশ অনুসরণ করেন এবং শাড়িটি জ্বালিয়ে দেন।