বিভাজনের রাজনীতি বাদ দিয়ে বিপ্লবকে স্বীকৃতি দিতে আহ্বান বৈষম্যবিরোধীদের

বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে বিজ্ঞ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সোমবার (৬ জানুয়ারি) ফরিদপুরে গণসংযোগ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকার মসনদে কে বসবে অতীতে তা নির্ধারণ হতো দিল্লি থেকে, এখন এ দেশের মানুষ সিদ্ধান্ত নেবে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, সিন্ডিকেট ভাঙার জন্য আপনাদের বসানো হয়েছে। আপনারা যদি বলেন, সিন্ডিকেট ঠিকই আছে, শুধু হাত বদল হয়েছে। তবে তা আমরা মেনে নেব না।

এতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এ দেশে হাসিনা অবশ্যই আসবে, এসেই সরাসরি বিচারের মুখোমুখি হবে, দাঁড়াবে ফাঁসির মঞ্চে। বিশ্বের যেকোনও পরাশক্তির সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে এই অভ্যুত্থান করেছে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। হাজারও শহীদ ও আহতদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *