ফিলিস্তিন ইস্যুতে একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করছে মিশর। যেখানে আরব লীগের সদস্যদেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি এ সম্মেলনের আয়োজন করা হবে।
বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বর্তমান পরিস্থিতিকে ‘গুরুতর’ বলা হয়েছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর