প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আপনারা সবাই এখানে বাংলাদেশ ও ইসলামকে প্রতিনিধিত্ব করছেন। আপনাদের শৃঙ্খলাবোধ, সততা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিউজিল্যান্ডের মানুষের কাছে বাংলাদেশ ও মুসলমানদের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। তাই আপনাদের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে।”

শনিবার (১৫ ফেব্রুয়ারি) অকল্যান্ডের ফাভোনার রবার্টসন রোডে বাংলাদেশ স্কিল্ড মাইগ্রেন্ট এসোসিয়েশন অব নিউজিল্যান্ড কর্তৃক আয়োজিত ইসলামিক কালচারাল ইভেন্টে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী বাবা-মা ও কমিউনিটির দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, “নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি চেতনা ও ঈমানি পরিচয় বজায় রাখতে হলে প্রবাসী সংগঠন, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা জরুরি। তরুণ সমাজ যেন মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকে, সে বিষয়ে অভিভাবকদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।”

নিউজিল্যান্ড সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “মুসলিমদের অধিকার প্রদানে নিউজিল্যান্ড সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছে। এটি বিশ্বের অন্যান্য দেশের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে।”

প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা প্রতিটি মুসলিমের দায়িত্ব। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য দৃঢ় হলে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং নিজেদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা করতে পারবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার মাসুদ আলম। বক্তব্য রাখেন পিজি থেকে আগত মাওলানা যুবায়েব এবং বাংলাদেশ স্কিল্ড মাইগ্রেন্ট এসোসিয়েশন অব নিউজিল্যান্ডের জেনারেল সেক্রেটারি ফয়সাল মিয়া।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি শায়খ আহমাদুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *