মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগোব। রোববার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা। জানিয়েছে বিবিসি, আল জাজিরাসহ একাধিক গণমাধ্যম।
স্থানীয় সময় ভোরে রাজধানীর লেডি পোহাম্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গেইনগোব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গত মাসে প্রেসিডেন্ট গেইনগোবের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
এমবুম্বা এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের মৃত্যুর সময় স্ত্রী মনিকা গেইনগোস ও সন্তানেরা তার পাশে ছিলেন। তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সমবেদনা জানিয়েছেন।
২০১৫ সাল থেকে আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সংবিধানের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন নাঙ্গোলো এমবুম্বা। পরবর্তী করণীয় নির্ধারণে দ্রুতই বসবে মন্ত্রিসভার বৈঠক।