তুরস্কের ৬০০ বছরের পুরোনো মসজিদটি খুলে দেয়া হল

দক্ষিণ-পশ্চিম তুরস্কের আন্টালিয়ায় ৬০০ বছরের আকসেকি জেলার ঐতিহাসিক সারহাসিলার পাড়ায় অবস্থিত পুরানো সারহাসিলার মসজিদ। মসজিদটি সংস্কারের জন্য ২০১৯ সালে কাজ ধরা হয়। তবে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে সংস্কার কাজ দীর্ঘ হয়। অবশেষে সব কাজ শেষে মসজিদটি আবারো খুলে দেয়া হয়েছে।

সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেত ওরহান কেন বলেছেন, ৬০০ বছর আগে মসজিদটির যে মিরহাব, মিম্বর ও গম্বুজ তৈরি করা হয়েছিলো, সেগুলো এখন-ও আছে।

মসজিদটির কাঠের তৈরি ছাদ, দুর্বল হয়ে যাওয়া দেয়াল, মেঝে এবং বিশ্রাম করার জায়গা খুবই সতর্কতার সাথে সংস্কার করা হয়েছে।

পুরনো এ মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটির মিরহাব, মেঝে, ছাদ, দরজা, জানালা, নারীদের স্থান, মিম্বর সবকিছু কাঠের তৈরি। ধারণা করা হয় আনাতোলিয়ান সেলজুক আমলে এটি তৈরি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *