জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ফাউন্ডেশনের এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ ৫ টাকা অনুদান জমা হয়েছে। এর মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ফান্ডে ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১৯৮ জনের পরিবারের সহায়তা পাওয়া বাকি রয়েছে। তালিকা যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পরে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। জানুয়ারিতে নিহতদের পরিবারকে আরও বড় অংকের আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।