‘বিএনপি আন্দোলন পারে না’ যারা ২১ বছর পর ক্ষমতায় এসেছে, তাদের মুখে এ কথা মানায় না। এছাড়া আওয়ামী লীগের কথার কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা বুলবুলের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক কর্মসূচি সময়ের দাবিতে পরিবর্তন হয়। কারাগারে পুলিশ হেফাজতে থাকা মৃত্যু স্বাভাবিক নয়। এটা এক ধরনের হত্যাকাণ্ড বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি নেতা বুলবুলের কিডনি এবং হৃদরোগ ছিল। এটা জানার পরেও তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। হাসপাতালে নেয়া এবং ওষুধের জন্য পুলিশ টাকা চেয়েছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
গুম-খুন, কারাগার ও পুলিশ হেফাজতে থাকা হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। প্রতিটা হত্যার বিচার হবে একদিন।