গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা; এলাকাবাসীর হামলায় আহত ২০

গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র-জনতা। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার ২০/৩০ জনের একটি দল আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এসময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে দেয় স্থানীয়রা। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের মারধর করে। এসময় আহত হন অন্তত ২০ জন। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয় সেনাবাহিনী। অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *