আধুনিক বিশ্বের ইতিহাসে অঙ্গহীন শিশুদের সবচেয়ে বড় আবাসস্থলে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা। সেই সঙ্গে গর্ভপাত ও শিশু জন্ম দেওয়ার পর নারীদের মৃত্যুর সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে তিনগুণ।
বুধবার (১১ অক্টোবর) নিরাপত্তা পরিষদে এ তথ্য জানান জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয়ের (ওসিএইচএ) অর্থনৈতিক ও অংশীদারিত্ব বিষয়ক প্রধান লিসা ডোটেন।
তিনি জানান, আধুনিক বিশ্বের ইতিহাসে অঙ্গহীন শিশুদের সবচেয়ে বড় আবাসস্থল হল গাজ্জা। আমরা এই ভয়াবহতা থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। এই নৃশংসতা খুব দ্রুতই বন্ধ হওয়া উচিত।
তিনি আরও জানান, যুদ্ধের ভয়াবহতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজ্জার নারী ও শিশুরা। প্রতিদিন সেখানকার অন্তত ১০ জন শিশু একটি না হয় দুটি পা হারাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর