ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার (১৯ মার্চ) এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার (২০ মার্চ) একটি সরকারি সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
রেডিও কানাডার মতে, কানাডার অস্ত্র রপ্তানির শীর্ষ দেশ ছিল ইসরাইল। দেশটি ২০২২ সালে ইসরাইলে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সামগ্রী রপ্তানি করেছিল। এর আগে, ২০২১ সালে দেশটি এক কোটি ৯০ লাখ ডলার মূল্যের রপ্তানি করেছিল।
কানাডিয়ান অস্ত্র রপ্তানির তালিকায় শীর্ষ ১০ গ্রাহকদের মধ্যে একটি ইসরাইল।
মার্চে কানাডার সরকারের বিরুদ্ধে ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করার জন্য একটি অভিযোগ দায়ের করেছিল আইনজীবীদের একটি জোট এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডিয়ানরা। তারা বলেছিল, কানাডা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আইন লঙ্ঘন করছে।
উল্লেখ্য; ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলী আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৮০০ জন শহীদ হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার।