ইসরাইলকে আরো ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বিদায়ী বাইডেন প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে। ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতি আমেরিকার পক্ষ থেকে অন্ধ সমর্থনের অংশ হিসেবে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ ওয়েবসাইট এক্সিওস।

প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র দেয়ার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে।

প্রতিবেদনে আরও জনানো হয়, ইসরাইলের কাছে এই অস্ত্র সরবরাহ করতে গেলে হোয়াইট হাউজ এবং সিনেট ফরেন রিলেশন্স কমিটির অনুমোদন প্রয়োজন হবে। মার্কিন একটি সরকারি সূত্র এক্সিওসকে বলেছে, ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য আমরা সমর্থন অব্যাহত রাখব।

মার্কিন সরকার ইসরাইলকে যে সমস্ত অস্ত্র ও গোলাবারুদ দেয়ার পরিকল্পনা করছে তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের বোমা। মর্টার ও কামানের গোলা এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ওয়ারহেড।

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এটিই ইসরাইলের জন্য সর্বশেষ অস্ত্রের চালান বলে মনে করা হচ্ছে। এর কয়েক মাস আগে ওয়াশিংটন ইসরাইলের জন্য দুই হাজার কোটি ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার অনুমতি দিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইল যখন বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে এবং সারা বিশ্ব থেকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে তখন আমেরিকার পক্ষ থেকে নতুন করে বিপুল অর্থের অস্ত্র সরবরাহের পরিকল্পনা নেয়া হলো।

সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *