কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে, বেলা ৩টায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে আহত শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীরা হলেন রিয়াজ হোসেন, মাহমুদ হাসান উৎস ও বাদশা হোসেন।
তাদেরকে মারধরের ঘটনায় সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাঝারুল ইসলাম নাঈম ও মারুফ আহম্মেদ, ইংরেজি বিভাগের মাসুদ, বাংলা বিভাগের তৌহিদ তালুকদার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আহম্মেদ নিশান, ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের অলিউর ইসলামমের বিরুদ্ধে অভিযুক্ত আনা হয়েছে। এছাড়া, প্রক্টরের কাছে করা আবেদনে অজ্ঞাত বেশ কয়েকজনের জনের নাম উল্লেখ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের কঠোর শাস্তি দেয়া হবে।